ও মদিনা তোমায় ভুলতে পারিনা - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
ও মদিনা তোমায় ভুলতে পারিনা - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী ও মদিনা তোমায় ভুলতে পারিনা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী ------------------------------------ ও মদিনা তোমায় ভুলতে পারিনা কি করে ভুলব তোমায় বল না বল না তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। তিনি আমার জানের জান আামার প্রানের প্রাণ যাঁকে হারালে হারাব আমি দো জাহান যাঁর নাম না নিলে (ও মদিনা) দোয়া কবুল হয় না। ঐ আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর শানে দরূদ পড়েন (ও মদিনা) আল্লাহ একজনা। ঐ তোমার বুকে দয়াল নবী আছেন বলে মদিনা নামটি তাই আশেকের দিলে তোমায় দেখার লাগি (ও মদিনা) মোদের কত বাসনা। ঐ