আমি নবীজির পাগল - মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)
আমি নবীজির পাগল, মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ)
আমি নবীজির পাগল - মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ) আমি নবীজির পাগল মাওলানা মুহাম্মদ শামশুল ইসলাম ভান্ডরী (ﷺ) ----------------------------------------------------- আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল মদিনারই ধূল বালি মোর নয়নের কাজল। আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। ঐ শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে উঠে আনন্দের ঢল। ঐ আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরূদ ভক্তি মনে পড়ি যখন, হই সুস্থ সবল। ঐ নবীর আউলা যখন দেখি মনে বড় আশা রাখি চরণ দুটি ধৌত করি, দিয়ে চোখের জল। ঐ