🟥 ইসলামী পরিবার গঠনে মাহরাম-গায়ের মাহরামের জ্ঞান থাকাটা অত্যাবশ্যক।
নিচের ছবিগুলোর মাধ্যমে আমরা আমাদের নিকট আত্নীয়দের মধ্যে কে মাহরাম আর কে গায়ের মাহরাম তা দেখিয়েছি।
🟦 মাহরাম কারা?
যাদের সাথে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবনা অর্থাৎ যাদেরকে বিবাহ করা সম্পূর্ণ হারাম সেই সব ব্যক্তিদেরকে ইসলামি শরীয়া মোতাবেক মাহরাম বলে।
🟧 গায়ের মাহরাম কারা?
যাদের সাথে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারব অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েয সেই সব ব্যক্তিদেরকে গায়ের মাহরাম বলে।
উল্লেখ্য যে, মাহরাম ছাড়া সকল ব্যক্তিই আমাদের জন্য গায়ের মাহরাম।তাদের সামনে পর্দা করা ফরজ।
বি:দ্র: এখানে সবুজ রঙের মাধ্যমে মাহরাম ও লাল রঙের মাধ্যমে গায়ের মাহরাম বোঝানো হয়েছে।
পুরুষের জন্য মাহরাম ও গায়ের মাহরামের তালিকা
আপনার সাথে সম্পর্ক | মাহরাম | গায়ের মাহরাম |
---|---|
দাদী | (মাহরাম) |
মা/দুধ মা | (মাহরাম) |
বোন/দুধ বোন | (মাহরাম) |
শাশুড়ি | (মাহরাম) |
স্ত্রী | (মাহরাম) |
মেয়ে/দুধ মেয়ে/সৎ মেয়ে | (মাহরাম) |
ছেলের/দুধ ছেলের স্ত্রী | (মাহরাম) |
ফুপু | (মাহরাম) |
খালা | (মাহরাম) |
ভাইয়ের/বোনের মেয়ে | (মাহরাম) |
নানী | (মাহরাম) |
মায়ের খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | (গায়ের মাহরাম) |
চাচাতো বোন | (গায়ের মাহরাম) |
ভাবী | (গায়ের মাহরাম) |
বাবার খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | (গায়ের মাহরাম) |
চাচী | (গায়ের মাহরাম) |
ফুফাতো বোন | (গায়ের মাহরাম) |
খালাতো বোন | (গায়ের মাহরাম) |
মামাতো বোন | (গায়ের মাহরাম) |
শ্যালক/শ্যালিকার মেয়ে | (গায়ের মাহরাম) |
শ্বশুর/শাশুড়ির বোন | (গায়ের মাহরাম) |
শ্যালিকা | (গায়ের মাহরাম) |
মামী | (গায়ের মাহরাম) |
স্ত্রীর খালাতো/চাচাতো/মামাতো/ফুফাতো বোন | (গায়ের মাহরাম) |
স্ত্রীর ভাবী | (গায়ের মাহরাম) |
মেয়ের ননদ | (গায়ের মাহরাম) |
ছেলে/মেয়ের শাশুড়ি | (গায়ের মাহরাম) |
মহিলাদের জন্য মাহরাম ও গায়ের মাহরামের তালিকা
আপনার সাথে সম্পর্ক | মাহরাম | গায়ের মাহরাম |
---|---|
দাদা | (মাহরাম) |
বাবা | (মাহরাম) |
ভাই | (মাহরাম) |
শ্বশুর | (মাহরাম) |
স্বামী | (মাহরাম) |
ছেলে | (মাহরাম) |
নাতী | (মাহরাম) |
চাচা | (মাহরাম) |
ভাইয়ের/বোনের ছেলে | (মাহরাম) |
নানা | (মাহরাম) |
মামা | (মাহরাম) |
মায়ের খালাতো/চাচাতো/মামাতো/ফুপাতো ভাই | (গায়ের মাহরাম) |
চাচাতো ভাই | (গায়ের মাহরাম) |
দুলাভাই | (গায়ের মাহরাম) |
বাবার খালাতো/চাচাতো/মামাতো/ফুপাতো ভাই | (গায়ের মাহরাম) |
ফুপুর স্বামী (ফুপা) | (গায়ের মাহরাম) |
ফুপাতো ভাই | (গায়ের মাহরাম) |
খালাতো ভাই | (গায়ের মাহরাম) |
মামাতো ভাই | (গায়ের মাহরাম) |
ননদের ছেলে | (গায়ের মাহরাম) |
শ্বশুর/শাশুড়ির ভাই | (গায়ের মাহরাম) |
দেবর/ভাসুর | (গায়ের মাহরাম) |
ননদের স্বামী | (গায়ের মাহরাম) |
স্বামীর খালাতো/চাচাতো/মামাতো/ফুপাতো ভাই | (গায়ের মাহরাম) |
স্বামীর দুলাভাই | (গায়ের মাহরাম) |
ছেলের শ্যালক | (গায়ের মাহরাম) |
ছেলে/মেয়ের শ্বশুর | (গায়ের মাহরাম) |
খালার স্বামী (খালু) | (গায়ের মাহরাম) |