মাযহাবের ভিন্নতা কি ধর্মের বিভক্তি? (What is the difference between the schools of religion?)
মাযহাবের ভিন্নতা কি ধর্মের বিভক্তি? (What is the difference between the schools of religion?)
হজ্ব থেকে ফেরার পর কোনো এক হাজী সাহেবকে জিজ্ঞেস করা হলো, মক্কায় কেমন দেখলেন? তিনি একটু ভাব নিয়ে বললেন, মক্কায় গিয়ে দেখি, খালি আযানটা দেয় বাংলায়, আর বাকি সবই কেমন যেন মনে হলো। বেচারা হাজী সাহেব যে আযান সবসময় নিজের গ্রামে শোনেন, সে আযানই মক্কায় শুনতে পেয়ে ভাবলেন, এটা তো বাংলাদেশের বাংলা আযান। বাকি নামায অন্যান্য ইবাদত তো অন্যরকম- তাই এ নিয়ে তিনি সন্দিহান। সাধারণত বাংলাদেশের কোনো মসজিদে যদি কেউ হানাফি ছাড়া অন্য মাযহাবের নিয়মে নামায পড়ে তবে সবাই হা করেতাকিয়ে থাকে, কেউ কেউ ভাবে, আহা বেচারা! কী কষ্ট করে ভুল নামায পড়ছে!! কিন্তু ইসলামের চারটি মাযহাব রয়েছে: ১. হানাফী- ইমাম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি। ২. মালেকী- ইমাম মালেক বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি। ৩. শাফেয়ী- ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি। ৪. হাম্বলী- ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমরা বাংলাদেশিরা প্রায় সবাই হানাফী মাযহাবের মতে আমল করি। কিন্তু তাই বলে কি বাকি তিনটি মাযহাব অন্য ধর্মের মতো ভিন্নরকম? তাদের ইবাদতও কি আমাদের মত শুদ্ধ ও কবুল হয়? তাদের সাথে কি বিয়ে শাদী ও অন্যান্য লেনদেন বৈধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্…