ইলমে গায়ব সম্পর্কিত হাদীস সমূহের বর্ণনা (Description of the hadiths related to the unseen in knowledge)
ইলমে গায়ব সম্পর্কিত হাদীস সমূহের বর্ণনা (Description of the hadiths related to the unseen in knowledge)
১) বুখারী শরীফের بَدْءِ الْخَلْقِ
শীর্ষক আলোচনায় ও মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের بَدْءِ
الْخَلْقِ وَذِكْرُ الْاَنْبِيَاءِ
শীর্ষক অধ্যায়ে হযরত উমর (রাদিয়াআল্লাহু আনহু) থেকে বর্নিতঃ قَامَ فِيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَاَخْبَرَنَا عَنْ بَدْءِ لْخَلْقِ حَتَّى دَخَلَ
اَهْلُ الْجَنَّةِ مَنَازِ لَهُمْ وَ اَهْلُ النَّارِ مَنَازِ لَهُمْ حَفِظَ ذلِكَ
مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ অর্থাৎঃ হুযুর আলাইহিস সালাম এক জায়গায়
আমাদের সাথে অবস্থান করেছিলেন সেখানে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
আমাদেরকে আদি সৃষ্টির সংবাদ দিচ্ছিলেন এমন কি বেহেশতবাসী ও দোযখবাসীগণ নিজ নিজ
মনযিলে বা ঠিকানায় পোঁছে যাওয়া অবধি পরিব্যাপ্ত যাবতীয় অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা
প্রদান করেন। যিনি ওসব স্মরন রাখতে পেরেছেন তিনি তো স্মরন রেখেছেন ,
আর যিনি স্মরণ রাখতে পারেননি তিনি ভুলে
গেছেন। এখানে হুযুর আলাইহিস সালাম দু’ধরনের
ঘটনাবলীর খবর দিয়েছেনঃ ১) বিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হলো এবং ২) এর সমাপ্তি কিভাবে হবে। অর্থাৎ রোযে আযল (সৃষ্টির ঊষালগ্ন) থেকে
কিয়ামত পর্যন্ত প্রত্যেক অণু-পরমাণুর পুঙ্খাণুপুঙ্খরূপ…