তারাবীহের নামায বিশ রাকাতের প্রমাণ (Tarabi's prayer is the proof of twenty rak'ats)

তারাবীহের নামায বিশ রাকাতের প্রমাণ (Tarabi's prayer is the proof of twenty rak'ats)
তারাবীহর নামায বিশ রাকাত পড়া সুন্নাত; আট রাকাত পড়া সুন্নাতের বরখেলাপ। আমি কুরআন শরীফের বিন্যাস, বিশুদ্ধ হাদীছ, উলামায়ে কিরামের উক্তি ও আকলী দলীল সমূহ দ্বারা এর প্রমাণ দিচ্ছি। ১) কুরআন শরীফে সুরাও আছে, আয়াতও আছে এবং রূকুও আছে। কুরআন শরীফের যে সব বিষয় বস্তুর নাম রয়েছে, সে গুলোকে সূরা বলা হয় আর যে সব বাক্যের ভিন্ন ভিন্ন নাম নেই, ওগুলোকে আয়াত বলা হয়। কিন্তু রূকুকে রূকু কেন বলা হয়, তা ভেবে দেখা দরকার। কেননা সূরার অর্থ হচ্ছে কোন কিছুকে পরিবেষ্টন করা আর আয়াত অর্থ চিহ্ন, যেহেতু সূরা একটি বিষয় বস্তুকে অন্তর্ভুক্ত করে যেমন- সূরা বলদ আর আয়াত খোদায়ী কুদরতের চিহ্ন হিসেবে বিবেচ্য, সেহেতু এ নামকরণ যথার্থ হয়েছে। কিন্তু কুরআনী রূকুকে রূকু কেন বলা হয়, তা একবার তলিয়ে দেখা দরকার। রূকু মানে নত হওয়া। তাজবীদের কিতাবসমূহ থেকে জানা যায় যে হযরত উমর ও উছমান (রাঃ) তারাবীহর নামাযে যেই পরিমাণ কুরআন পাঠ করে রূকু করতেন, সেই অংশের নাম রূকু রাখা হয়েছে। তারবীহের নামায বিশ রাকাত এবং রমযানের সাতাশ তারিখে কুরআন খতম- এ হিসাবে ধরলে, কুরআনে পাকে মোট ৫৪০ রূকু হওয়ার কথা। কিন্তু যেহেতু খতমের দিন কোন কোন রাকাতে ছোট ছোট দু’তিন সূর…
Join