নামাজ না পড়ার শাস্তি (Punishment for not praying)
আল্লাহ পাক তাঁর কোরআন পাকে ঘোষনা করেছেন- فَوَيْلُ لِّلْمُصَلِّيْنَ الَّذِيْنَ هُمْ عَنْ صَلَوتِهِمْ
سَاهُوْنَ উচ্চারনঃ ফাওয়াইলুলি্লল মুছালি্লনাল্লাজিনাহুম আনছালাতিহিম
ছাহুন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন
- জাহান্নাম নামক দোযখে বিরাট একটি গর্ত
আছে তাহার নাম অয়েল। এই জায়গা এতই কঠিন আজাবে পরিপূর্ণ যে ,
অন্যান্য দোযখীগণ প্রত্যেক দিন সত্তর বার
আল্লাহ পাকের নিকট আরজ করবে , হে আল্লাহ্ তাবারুক তায়ালা! তুমি আমাদিগকে ঐ অয়েল দোযখ হইতে
রক্ষা করিও। যাহারা নামায পড়িতে আলস্য করে সময়মত নামায পড়েনা ,
মাঝে মাঝে পড়ে এইরূপ ব্যক্তিদের কেমন
শাস্তি হইতে পারে। হাদীসে উল্লেখ আছে , প্রতি ওয়াক্ত নামায ছাড়িয়া দেয়ার জন্য
আশি ছোকবা দোযখে থাকতে হবে। দুনিয়ার আশি বৎসর সমান এক ছোকবা হয়। তাহার আশি ছোকবা
অর্থৎ ১৬০০ (এক হাজার ছয়শত) বৎসর এক ওয়াক্ত নামায কাযা করলে দোযখে থাকতে হবে।
যাহারা মোটেই নামায পড়েনা এবং নামাযের প্রতি মিশ্বাসও রাখেনা তাদের অনন্তকাল দোযখে
থাকতে হবে। নবী করীম (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেছেন ,
মুসলমান এবং কাফেরের মধ্যে পাথক্য এই ,
মুসলমান নামায পড়ে আর কাফের নামায পড়ে
না। কাজেই বেনামাযী কাফেরের মধ্যে গণ্য…