নামাজের নিষিদ্ধ সময়, নামাজ ভঙ্গের কারণ ও নামাজের মাকরূহ (Prohibited time of prayers, reasons for breaking prayers and makrooh of prayers)

নামাজের নিষিদ্ধ সময়, নামাজ ভঙ্গের কারণ ও নামাজের মাকরূহ (Prohibited time of prayers, reasons for breaking prayers and makrooh of prayers)
নামাজের নিষিদ্ধ সময় সূর্যোদয়ের সময় , ঠিক দ্বিপ্রহর এবং সূর্যাস্তের সময় যে কোন নামায পড়া , সিজদার তেলাওয়াত করা জায়েয নাই। যদি আছরের নামায না পড়িয়া থাকে তবে শুধু মাত্র ঐ দিনকার আছরের নামায সূর্যাস্তের সময় পড়িতে পারিবে । তবে উহাও মাকরূহ তাহারীমির সাথে আদায় হইবে । সুন্নত ও নফল নামাযের নিষিদ্ধ সময় ১) ফজরের সময় হইলে ফজরের সুন্নত দুই রাকাআত ছাড়া অন্য কোন সুন্নত বা নফল পড়া। ২) সূর্যাস্তের পর মাগরিবের নামায পড়ার পূর্ব পর্যন্ত । ৩) উভয় ঈদের নামায পড়া পর্যন্ত। এই সমস্ত সময় নামায পড়া মাকরূহ । কাযা , জানাযা নামায , সিজদায়ে তেলাওয়াত করা জায়েয আছে । ৪) ফরয নামাযের ইক্বামত বা জামাতের সময় ও সুন্নত বা নফল পড়া মাকরূহ । ৫) নামাযের সময় সংকীর্ণ হইলে ওয়াক্তিয়া ফরয ব্যতীত অন্য যে কোন নামায পড়া মাকরূহ । জুমআর খুৎবার জন্য ইমাম মিম্বরে দাঁড়াইলেই সুন্নত বা নফল পড়া মাকরূহ । যে সকল কারনে নামাজ ভঙ্গ হয় যে সকল কাজ দ্বারা নামায নষ্ট হয় , তাহাকে “মোফছেদাতে নামাজ” বলে। ঐরূপ কাজ করিলে নামায পুনরায় পড়িতে হয়। যেমনঃ- ১) নামাযের মধ্যে আজান্তে , ভ্রমে , ইচ্ছায় বা অনিচ্ছায় কথাবার্তা বলা। ২) কাহাকেও ছালাম করা। ৩) ছালামের উত্তর দেওয়া। ৪) উঃ আঃ শব্দ ক…
Join