কুরআনী আয়াত দ্বারা ইলমে গায়েবের প্রমাণ (Evidence of the unseen in knowledge by Quranic verses)
কুরআনী আয়াত দ্বারা ইলমে গায়েবের প্রমাণ (Evidence of the unseen in knowledge by Quranic verses) কুরআনী আয়াত দ্বারা ইলমে গায়েবের প্রমাণ আল্লাহ তায়ালা বলেন- ( ১) وَعَلَّمَ ادَمَالْاَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى
الْمَلَائِكَةِ ( এবং আল্লাহ তাআলা হযরত আদম (আলাইহিস সালাম) কে
সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন । অতঃপর সে সমস্ত বস্তু ফিরিশতাদের কাছে উপস্থাপন করলেন ।) তাফসীরে
মাদারেকে এ আয়াতের ব্যাখ্যায় লিখা হয়েছেঃ وَمَعْنَى تَعْلِيْمِه اَسْمَاءِ
الْمُسَمِّيَاتِ انَّهُ تَعَالَى اَرَاهُ الاَجْنَاسَ الَّتِىْ خَلَقَهَا
وَعَلَّمَهُ اَنَّ هذَا اِسْمُه‘ فَرَسٌ وَهذَا اِسْمُه‘ بَعِيْرٌ وَهذَا اِسْمُهَ
كَذَا وَعَنْ اِبْنِ عَبَّسٍ عَلَّمَهُ اِسْمَ كُلِّ شَئْىٍ حَتّ الْقَصْعَةَ
وَالْمَغْرَ فَةَ ( হযরত আদম (আলাইহিস সালাম) কে সমস্ত বস্তুর নাম
শিক্ষা দেয়ার অর্থ হচ্ছে-আল্লাহ তাআলা তাঁকে তাঁর সৃষ্ট সব কিছু দেখিয়েছেন এবং বলে
দিয়েছিন যে এটার নাম ঘোড়া ঐটার নাম উট এবং ওটার নাম অমুক । হযরত ইবনে আব্বাস থেকে
বর্ণিত আছে যে তাঁকে প্রত্যেক কিছুর নাম , শিখিয়ে দিয়েছেন এমন কি পেয়ালা ও কাঠের চামচের নাম পর্যন্ত । তাফসীরে
খাযেনে এ আয়াতের ব্যাখ্যায় একই কথা বলা হয়েছে তবে এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে- وَقِيْلَ عَلَّمَ ادَمَ اَسْم…