মসজিদের আলোকসজ্জা করার প্রমাণ (Evidence of mosque lighting)
মসজিদের আলোকসজ্জা করার প্রমাণ (Evidence of mosque lighting)
সাধারণ মুসলমানদের মধ্যে আবহমান কাল থেকে এ নিয়ম চলে আসছে যে, তারা সব সময়ই ছাওয়াব ও কবরে আলো হাসিল করা জন্য বিশেষ করে রামাদ্বান শরীফ অথবা শবে ক্বদরে এবং খতমে কুরআনের দিন মসজিদগুলোতে বেশ ঘটা করে আলোকসজ্জা করে থাকে। মসজিদগুলোকে সুন্দর সুসজ্জিত করে। ওহাবীদের মসজিদগুলো জাঁকজমকহীন ও নিস্প্রভ থাকে। তাদের মসজিদ আলোকিত ও সুসজ্জিত করার তাওফীক হয় না। ওহাবীরা মুসলমানদের এ ছাওয়াবের কাজকে বিদআত ও হারাম এমনকি শিরক পর্যন্ত বলে থাকে। তাই প্রথম পরিচ্ছেদে এ মাসআলা সমূহের প্রমাণসহ আলোচনা করা হল। পাঠকদের থেকে ইনসাফের প্রত্যাশা আর রাব্বুল আলামীনের নিকট কবুলের আশা করছি। মসজিদের আলোকসজ্জা করার প্রমাণ মসজিদের সব সময় আলোকসজ্জ করা বিশেষতঃ রামাদ্বান মাসে বিশেষ করে শবে কদরে কিংবা কুরআন শরীফ খতমের দিন আলো ঝলমলে করা উত্তম ইবাদত। যা অত্যন্ত ছাওয়াবের কাজ। ১নং আল্লাহ রাব্বুল ইযযত কুরআনুল করীমে ইরশাদ করেন- اِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ أَمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْاَخِرِ নিশ্চয়ই আল্লাহ পাকের মসজিদ গুলোকে তারাই আবাদ করে যারা আল্লাহ তা’আলা এবং কিয়ামত উপর ঈমান রাখে। মুফাসসিরীনে কিরাম বলেছেনে, মসজিদগুলোতে নামাযের জামা…