রাসুল (দঃ) কে ‘ইয়া রাসুলাল্লাহ’ বলে আহবান করার প্রমাণ (Evidence of calling the Prophet peace be upon him 'Ya Rasoolullah')
রাসুল (দঃ) কে ‘ইয়া রাসুলাল্লাহ’ বলে আহবান করার প্রমাণ (Evidence of calling the Prophet peace be upon him 'Ya Rasoolullah')
হুযুর (আলাইহিস সালাম) কে দূর বা কাছ থেকে আহবান করা বৈধ- তাঁর পবিত্র ইহ-লৌকিক জীবনে ও তাঁর ওফাতের পরেও। তাই একজন ইয়া রাসুলাল্লাহ’ বলে আহবান করুক, কিংবা এক দলের সবাই মিলে সমবেত কন্ঠে ‘ইয়া রাসুলাল্লাহ’ বলে শ্লোগান দিক এ উভয় ক্ষেত্রে এ আহবান বৈধ। হুযুর (আলাইহিস সালাম) কে আহবান করার স্বপক্ষে প্রমাণাদি কুরআন করীম, ফিরিশতা ও সাহাবীদের কর্মকাণ্ড ও উম্মতের বিবিধ কার্যাবলীতে সুস্পষ্টরুপে বিদ্যমান রয়েছে। কুরআন করীমে অনেক জায়গা আছে। يَااَيُّهَا النَّبِىُّ يَااَ يُّهَا الرَّسُوْلُ يَا اَيَّهَا الْمُزَمِّلُ يَا اَيُّهَا الْمُدَثِّرُ হে নবী, হে রাসূল, ওহে কম্বলাবৃত বন্ধু, ওহে চাদরাবৃত বন্ধু ইত্যাদি বলে। দেখা যায়, উল্লেখিত আয়াতে সমূহে তাকে আহবান করা হয়েছে। অন্যান্য নবীদেরকে অবশ্য তাদের নাম ধরেই সম্বোধন করেছে কুরআন করীম । যেমন يَايَحْيى يَااِبْرَ اهِيْمَ يَااَدم يَامُوْسى يَاعِيْسى হে মুছা, হে ঈসা, হে ইয়াহয়া, হে ইব্রাহীম, হে আদম ইত্যাদি (আলাইহিমুস সালাম)। কিন্তু মাহবুব (আলাইহিস সালাম) কে আহবান করেছে প্রিয় উপাধিসমূহে ভূষিত করে। কবির ভাষায়ঃ- ياادم است باپدر انبياء خطاب يا ايها النبي خطاب محمد است নবীগণের জনক হয…